ভারতের বিপক্ষে পেনাল্টি না পাওয়া নিয়ে আক্ষেপ নেই ডের

ঘটনা ম্যাচের সপ্তম মিনিটের। রাহুল বাকের ট্যাকলে মোহাম্মদ ইব্রাহিম পড়ে গেলেন ডি বক্সে। পেনাল্টি পেতেই পারতো অতিথিরা! ম্যাচ শেষে ওই প্রসঙ্গে কৌশলী উত্তর দিলেন বাংলাদেশ কোচ জেমি ডে।

ক্রীড়া প্রতিবেদককলকাতা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 10:04 AM
Updated : 16 Oct 2019, 10:04 AM

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মঙ্গলবার ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে টানা দুই হারের পর প্রথম ড্রয়ের স্বাদ নিল দল শুরুতে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হওয়া বাংলাদেশ।

বাংলাদেশ কোচ জেমির কাছে প্রশ্ন ছিল সপ্তম মিনিটের ওই পেনাল্টি না পাওয়া নিয়ে হতাশা আছে কিনা। ইংলিশ কোচ উত্তরও দিলেন দারুণভাবে।

“আমি মনে করি, সেখানে অবশ্যই কোনো না কোনো কারণ ছিল। রেফারির কাজটা সবসময় কঠিন এবং আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কেননা, এখন (ম্যাচ শেষে) এটা ফলের কোনো পরিবর্তন করবে না।”

৪১তম মিনিটে জামাল ভূইয়ার ফ্রি কিকে সাদউদ্দিনের হেডে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে ব্রেন্ডন ফার্নান্দেসের কর্নারে আদিলের বুলেট হেডে রানা পরাস্ত হলে সমতায় ফেরে ভারত।