রক্ষণকে ১০-এ সাড়ে ৯ দিচ্ছেন বাংলাদেশ কোচ
কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2019 03:50 PM BdST Updated: 16 Oct 2019 03:50 PM BdST
শুরু থেকে ইয়াসিন খান, রায়হান হাসান, রহমত মিয়া ও রিয়াদুল ইসলাম রাফি দারুণভাবে সামলেছেন রক্ষণভাগ। পরে রায়হানের বদলি নেমে আলো ছড়িয়েছেন বিশ্বনাথ ঘোষও। শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচে তাই রক্ষণভাগের সেনানিদের ১০-এর মধ্যে সাড়ে ৯ পয়েন্ট দিলেন বাংলাদেশ কোচ জেমি ডে।
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মঙ্গলবার ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে এগিয়ে গিয়েও স্বাগতিক ভারতের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে সাদউদ্দিনের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল হজম করে জয়বঞ্চিত হয় দল।
শুরু থেকে ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী, তরুণ আশিক কুরুনিয়ান ও মানবীর সিংয়ে সাজানো ভারতের আক্রমণভাগকে ভালোভাবে সামলায় বাংলাদেশের রক্ষণভাগ। রাইট ব্যক রায়হান, লেফট ব্যাক রহমত এবং সেন্ট্রাল ব্যক ইয়াসিন শক্তিশালী আক্রমণভাগকে বোতলবন্দী করে রাখতে সক্ষম হন দারুণভাবে। তরুণ ডিফেন্ডার রাফিও গোললাইন থেকে সেভ করে কোচের প্রত্যাশার প্রতিদান দিয়েছেন।
কিন্তু শেষ দিকে ব্রেন্ডন ফার্নান্দেসের কর্নারে আদিলের বুলেট হেডে সমতায় ফেরে ভারত। এই মুহূর্তের পারফরম্যান্সের পাল্লায় রক্ষণভাগের মার্কস কাটলেন ডে।
“১০-এর মধ্যে আমি রক্ষণভাগকে পুরো মার্কসই দিতাম কিন্তু সেটা দিতে পারছি না শেষ দিকের ওই গোলের কারণে। একারণে আমি তাদেরকে সাড়ে ৯ দিব।”
“তবে এটা ছেলেদের সমালোচনার সময় নয়। কেননা, ভারত গোল করেছে সরাসরি কোনো সুযোগ থেকে নয়, সেট পিস থেকে।”
বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে টানা দুই হারের পর প্রথম ড্রয়ের স্বাদ বাংলাদেশ। ভারতের বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচ ড্র করল দল। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে পেলো প্রথম পয়েন্টও।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা