লিখটেনস্টাইনকে উড়িয়ে দিল ইতালি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2019 02:50 AM BdST Updated: 16 Oct 2019 03:39 AM BdST
আগের ম্যাচে গ্রিসকে হারিয়ে ইউরো ২০২০-এর মূল পর্ব নিশ্চিত করা নির্ভার ইতালির সামনে দাঁড়াতেই পারল না গ্রুপের তলানিতে থাকা লিখটেনস্টাইন। বাছাইপর্বে নিজেদের অজেয় যাত্রা ধরে রেখেছে রবের্তো মানচিনির দল।
Related Stories
লিখটেনস্টাইনের মাঠে মঙ্গলবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে জিতেছে এই গ্রুপ থেকে সবার আগে মূল পর্ব নিশ্চিত করা ইতালি। জোড়া গোল করেন আন্দ্রেয়া বেলোত্তি। একটি করে গোল করেন ফেদেরিকো বের্নারদেস্কি, আলেস্সিও রোমানিওলি ও স্তেফান এল শারাউই।
দ্বিতীয় মিনিটেই ইতালিকে এগিয়ে নেন বের্নারদেস্কি। ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ইউভেন্তুস ফরোয়ার্ড। একচেটিয়া বল দখলে এগিয়ে থাকা ইতালি বিরতির আগে আর গোলের দেখা পায়নি।

৮২তম মিনিটে ব্রায়ান ক্রিসতান্তের থ্রু বল পেয়ে ডান পায়ের শটে দলের চতুর্থ গোলটি করেন শারাউই। যোগ করা সময়ে খুব কাছ থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন বেলোত্তি।
আট ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে থাকা ইতালির পয়েন্ট হলো ২৪।
গ্রুপের আরেক ম্যাচে আর্মেনিয়াকে ৩-০ গোলে হারানো ফিনল্যান্ড ১৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর্মেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার পয়েন্ট সমান ১০ করে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে তৃতীয় স্থানে আছে আর্মেনিয়া।
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন