সিদ্ধান্ত গ্রহণে ভুল ছিল: ভারত কোচ
কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2019 01:19 AM BdST Updated: 16 Oct 2019 01:37 AM BdST
বাংলাদেশের কাছে পয়েন্ট হারানোর কারণ খুঁজে পেয়েছেন ভারত কোচ ইগর ইস্তিমাচ। পেছন থেকে দ্রুত বলের জোগান ছিল না এবং ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়াও হয়নি। ভুলের পুনরাবৃত্তি না করার ‘শিক্ষাটাও’ বাংলাদেশ ম্যাচ থেকে পাওয়ার কথা জানালেন এই ক্রোয়াট।
Related Stories
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মঙ্গলবার ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে।
শুরু থেকে বাংলাদেশ মেলেছিল গোছালো ফুটবলের পসরা। রক্ষণ ছিল জমাট। পোস্টের নিচে আশরাফুল ইসলাম রানাও ছিলেন নির্ভরতার প্রতীক হয়ে। সুনীল ছেত্রী, আশিক কুরুনিয়ানের মতো ফরোয়ার্ডরা তাই সুবিধা করতে পারেনি। ইস্তিমাচও জানালেন, তার শিষ্যরা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারেনি।
“ম্যাচের ফলে খুশি নই। আমরা জয়ের যোগ্য ছিলাম এবং শেষ পর্যন্ত আমরা চাপ দিয়েছি কিন্তু আমাদের স্কোরিং যথেষ্ট ছিল না (জয়ের জন্য)। এ কারণেই আমরা জিততে পারিনি।”

“মাঠে আমাদের সিদ্ধান্ত নেওয়ার মান ছিল নিচু মানের কিন্তু আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমরা শিখছি। আজ আমাদের সবচেয়ে বড় যে শিক্ষাটা নিতে হবে, তা হচ্ছে ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। আমি ছেলেদের দোষ দিচ্ছি না। তারা আমার খেলোয়াড় এবং আমি তাদেরকে সাফল্যের পথে ফেরাব।”
৪১তম মিনিটে জামাল ভূইয়ার ফ্রি কিকে সাদউদ্দিনের হেডে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে ব্রেন্ডন ফেরনান্দেসের কর্নারে আদিলের বুলেট হেডে রানা পরাস্ত হলে সমতায় ফেরে ভারত।
বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে টানা দুই হারের পর প্রথম ড্রয়ের স্বাদ পেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচ ড্র করল তারা।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির