৪ সপ্তাহ মাঠের বাইরে নেইমার

আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার। ঊরুতে চোট পেয়ে অন্তত চার সপ্তাহের জন্য খেলার বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 11:44 AM
Updated : 15 Oct 2019, 01:15 PM

সিঙ্গাপুরে গত রোববার নাইজেরিয়ার বিপক্ষে ব্রাজিলের ১-১ ড্র হওয়া ম্যাচের প্রথম দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার।

আগামী ২২ অক্টোবর ও ৬ নভেম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে পিএসজির হয়ে খেলতে পারবেন না ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই সময়ে দুটি লিগ ম্যাচও আছে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।

চলতি বছর এ নিয়ে তৃতীয় বারের মতো চোটে পড়লেন ২৭ বছর বয়সী নেইমার। জানুয়ারিতে পিএসজির হয়ে ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভেঙে আড়াই মাস মাঠের বাইরে ছিলেন। এপ্রিলে ফিরে কাতারের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে ডান গোড়ালির গাঁটের চোট পেয়ে ছিটকে যান কোপা আমেরিকা থেকে।

চোটপ্রবণ নেইমার এখন পর্যন্ত ক্যারিয়ারে ছোট-বড় মিলে মোট ১৬ বার চোটে পড়েছেন। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে নেইমারের কোনো ধরনের চোট শঙ্কা ছিল না বলে জানিয়েছিলেন তিতে।