ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে ফ্রান্সের হোঁচট

প্রতিপক্ষের মাঠে হেরে আসা ফ্রান্স ঘরের মাঠে পারল না প্রতিশোধ নিতে। ইউরো ২০২০ এর বাছাইপর্বে টানা চার জয়ের পর বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট হারাল তুরস্কের বিপক্ষে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2019, 09:07 PM
Updated : 14 Oct 2019, 09:42 PM

সোমবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। জুনে প্রথম দেখায় তুরস্কের মাঠে ২-০ গোলে হেরেছিল ইউরোর গত আসরের রানার্সআপরা।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকা দিদিয়ে দেশমের শিষ্যরা ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি।

৭৬তম মিনিটে অলিভিয়ে জিরুদের গোলে এগিয়ে যায় ফ্রান্স। অঁতোয়ান গ্রিজমানের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন চেলসির এই ফরোয়ার্ড। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি তুরস্ক। ৮১তম মিনিটে ছোট ডি-বক্সের ভেতর থেকে হেডে ফ্রান্সের জালে বল জড়ান কান আইহান।

গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড ২-০ গোলে অ্যান্ডোরাকে এবং আলবেনিয়া ৪-০ গোলে মলডোভাকে হারিয়েছে।

আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে তুর্কিরা। তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১৫। চার নম্বরের দল আলবেনিয়ার পয়েন্ট ১২।