ভারতীয়দের হৃদয় ভাঙতে চান বাংলাদেশ অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক কলকাতা থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2019 06:17 PM BdST Updated: 14 Oct 2019 06:17 PM BdST
বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে মাঝমাঠ হয়ে উঠতে পারে লড়াইয়ের মূল ময়দান। সুনীল ছেত্রী, আশিক কুরুনিয়ানদের বলের জোগান আটকাতে হলে মাঝমাঠের নিয়ন্ত্রণ মুঠোয় রাখতে হবে বাংলাদেশকে। লক্ষ্য পূরণে প্রত্যয়ী অধিনায়ক জামাল ভূইয়া।
একটু মুচকি হেসে জানালেন, মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে ভারতীয়দের হৃদয় ভেঙে দিতে চান তিনি।
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে মঙ্গলবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সল্ট লেক স্টেডিয়ামে (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
নিশ্চিতভাবে গ্যালারি থাকবে স্বাগতিক সমর্থকে ভরা। তবে তা ভারতের জন্য উল্টো চাপ হবে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। সোমবারের সংবাদ সম্মেলনে জামাল জানালেন, ‘বড়’ সুযোগটি কাজে লাগাতে উন্মুখ হয়ে আছে তার দল।
“আমি মনে করি, দুই দলের খেলোয়াড়রাই অধীর আগ্রহে এই ম্যাচ খেলতে চায়। এটা অনেক বড় ম্যাচ। বিপুল সমর্থকের সামনে ভারতের বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছি।”
“আগামীকাল আমি ভারতের হৃদয় ভেঙে দিতে চাই। আমাদের ওপর কোনো চাপ নেই। চাপ ভারতের ওপর। ওরা নিজেদের মাঠে খেলবে।”
“আমি শুধু সতীর্থদের বলতে চাই, মাঠে যাও, উপভোগ করো। কেননা এত দর্শকের সামনে তোমরা খেলার সুযোগ খুব কম পাবে। স্রেফ মাঠে যাও, মুহূর্তটা উপভোগ করো এবং ভারতের মতো ভালো একটি দলের বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে এসো।”
“যদি আমরা আগামীকাল জিততে পারি, আমাদের ফুটবলে কিছু পরিবর্তন আসবে। দেশের ফুটবলের আরও উন্নতিতে ভারত ম্যাচটা আমাদের জন্য বড় একটা সুযোগ হবে।”
২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে সবশেষ হারিয়েছিল বাংলাদেশ। সেবার ২-১ গোলে জিতেছিল দল। দুই দলের সবশেষ দুই মুখোমুখি হয়েছিল ড্র।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম