রিয়ালের নতুন দুশ্চিন্তা বেল-মদ্রিচের চোট

মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে দুশ্চিন্তা বাড়ল রিয়াল মাদ্রিদের। আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার সময় চোটে পড়েছেন দলটির মিডফিল্ডার লুকা মদ্রিচ ও ফরোয়ার্ড গ্যারেথ বেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2019, 11:13 AM
Updated : 14 Oct 2019, 11:13 AM

২০২০ ইউরো বাছাইয়ে গত রোববার ক্রেয়েশিয়া ও ওয়েলসের ১-১ ড্র ম্যাচের শেষ সময়ে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দুজনের সহায়তায় মাঠ ছাড়েন মদ্রিচ। আর বাম পায়ের পেশির সমস্যায় ভুগলেও পুরো ম্যাচ খেলেন ওয়েলস ফরোয়ার্ড বেল।

সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতেও পেশির চোটে ১৬ দিন মাঠের বাইরে ছিলেন গত বছরের ফিফা বর্ষসেরা মদ্রিচ। তবে এবারের চোট অতটা গুরুতর নয় বলে জানিয়েছেন ক্রোয়েশিয়া মেডিকেল টিমের সদস্য নিকোলা ইয়ের্কান।

“চিকিৎসকদের মতে, মদ্রিচ ঊরুর পেশিতে আঘাত পেয়েছে…ক্লাসিকো নিয়ে সমর্থকদের চিন্তিত হওয়াটা যৌক্তিক, তবে এটা অতটা গুরুতর মনে হচ্ছে না।”

অস্বস্তি নিয়ে পুরো ম্যাচ খেলা বেলের গোলেই হার এড়ায় ওয়েলস।

চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠেননি জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। বিভিন্ন সময়ে দলের অনেক সদস্যরাও চোটে পড়ায় মৌসুমে এখনও পুরো শক্তির দল পাননি রিয়ালের কোচ জিনেদিন জিদান।

আগামী ২৬ অক্টোবর হতে যাওয়া চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে তাই দুশ্চিন্তা বাড়ল জিদানের। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের মুখোমুখি হবে প্রতিযোগিতাটিতে এখনও জয়ের স্বাদ না পাওয়া দলটি।