ডব্লিউটিএ জিতে গাউফের ইতিহাস

গত ১৫ বছরে সবচেয়ে কম বয়সী হিসেবে ডব্লিউটিএ শিরোপা জিতেছেন আমেরিকান টিনএজ তারকা কোকো গাউফ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 04:34 PM
Updated : 13 Oct 2019, 04:34 PM

অস্ট্রিয়ায় হওয়া লিনস ওপেনের ফাইনালে রোববার ২০১৭ ফেঞ্চ ওপেনজয়ী লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে ৬-৩, ১-৬, ৬-২ গেমে হারান ১৫ বছর বয়সী গাউফ। এর আগে ২০০৪ সালে তাসখন্দে ১৫ বছর বয়সে নিজের প্রথম ডব্লিউটিএ শিরোপা জিতেছিলেন চেক রিপাবলিকের সাবেক খেলোয়াড় নিকোল ভাদিসোভা।

এই জয় গাউফকে বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ ৭৫ জনের তালিকায় তুলে এনেছে।

গত উইম্বলডনে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সাড়া জাগানো গাউফ ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপা জিতে উচ্ছ্বাসিত।

“এটা ছিল বিস্ময়কর একটা সপ্তাহ। আমি আবারও এখানে ফিরে আসতে চাই। এই মুহূর্ত আমি আমার জীবনের বাকি সময় পর্যন্ত মনে রাখব।”