জিমন্যাস্টিক্সে বাইলসের পদকের রেকর্ড

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইতিহাসে জিমন্যাস্টিক্সে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস। ২৪ পদক জিতে ছাড়িয়ে গেছেন বেলারুশের সাবেক জিমন্যাস্টস ভিতালি শেয়ারবোহকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 02:03 PM
Updated : 13 Oct 2019, 02:03 PM

জার্মানির স্টুর্টগার্টে রোববার ব্যালান্স বিমে ১৫.০৬৬ স্কোর গড়ে আসরে নিজের চতুর্থ সোনার পদক জিতে নেন বাইলস। ক্যারিয়ারে ২২ বছর বয়সী জিমন্যাস্টের এটি ১৮তম সোনার পদক।
 
চীনের দুই প্রতিযোগি লিউ টিংটিং ও লি শিজাই জেতেন যথাক্রমে রূপা ও ব্রোঞ্চ পদক।
 

একই দিন ফ্লোর ফাইনালে জিতে পদক সংখ্যা বাড়ানোর সুযোগ আছে রিও অলিম্পিকে চারটি সোনা জেতা বাইলসের সামনে। রিওতে ব্যালান্স বিমে পিছলে পড়ে ‘পাঁচে পাঁচ’ হাতছাড়া হয়েছিল তার, জিতেছিলেন ব্রোঞ্জ।
গত বুধবার জিমন্যাস্টিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা পঞ্চমবারের মতো দলগতভাবে সেরা হয় যুক্তরাষ্ট্র। আর এতে সবচেয়ে বেশিবার সেরার পদক জিতে ইতিহাস গড়েন বাইলস।