ভারত-বাংলাদেশ নিয়মরক্ষার ম্যাচ ড্র

বাংলাদেশ ও ভারতের ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় প্রাথমিক পর্বে তাদের মুখোমুখি লড়াইটি পরিণত হয়েছিল মূলত নিয়মরক্ষার ম্যাচে। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ম্যাচটি ১-১ ড্র হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 12:54 PM
Updated : 13 Oct 2019, 12:54 PM

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার বয়সভিত্তিক এই প্রতিযোগিতার দুটি গোলই হয় প্রথমার্ধে। ২৪তম মিনিটে আমিশার গোলে ভারত এগিয়ে যাওয়ার দুই মিনিট পরেই স্বপ্না রানির গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

চার দলের এই প্রতিযোগিতায় দুটি করে জয় ও এক ড্রয়ে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ৭ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ভারতের মেয়েরা।

২০১৭ সালে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালের দ্বিতীয় আসরে তাদেরকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।

মুকুট ফিরে পাওয়ার লক্ষ্যে একই মাঠে আগামী মঙ্গলবার লড়াইয়ে নামবে বাংলাদেশের মেয়েরা।