গ্রিসকে হারিয়ে ইউরোর মূল পর্বে ইতালি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2019 02:40 AM BdST Updated: 13 Oct 2019 04:03 AM BdST
জিতলেই মূল পর্বের টিকেট নিশ্চিত। সুযোগটা হেলায় হারাতে দেয়নি ইতালি। গ্রিসকে হারিয়ে ইউরো ২০২০-এর মূল পর্বে জায়গা করে নিয়েছে সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।
Related Stories
রোমের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে গ্রিসকে ২-০ গোলে হারিয়ে নিজেদের গ্রুপ থেকে সবার আগে মূল পর্ব নিশ্চিত করে ইতালি।
ইতালি শুরু থেকেই ছিল গোছানো। প্রথমার্ধ জুড়ে বল দখলে রেখে তাদের আক্রমণে ওঠার কৌশলও ছিল বেশ কার্যকর; তবে প্রতিবারই শেষ ভাগে গিয়ে খেই হারাচ্ছিল দলটি। অবশ্য গ্রিসের জমাট রক্ষণেরও কৃতিত্ব কম নয়।
বিরতির আগে একটি মাত্র শট ছিল লক্ষ্যে, সেটা অতিথিদের। দ্বাদশ মিনিটে ডি-বক্সে বল পেয়ে উইঙ্গার দিমিত্রিসের জোরালো শট পাঞ্চ করে ফেরান ইতালির গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ইতালির প্রথম প্রচেষ্টা থাকে লক্ষ্যে। চিরো ইম্মোবিলের হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গ্রিক গোলরক্ষক।
৬৩তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় স্বাগতিকরা। ডি-বক্সে গ্রিসের মিডফিল্ডার আন্দ্রেয়াস বল হাত দিয়ে ঠেকালে তাকে হলুদ কার্ড দেখান রেফারি এবং পেনাল্টি পায় ইতালি। নিখুঁত স্পট কিকে বল জালে পাঠান ব্রাজিলে জন্ম নেওয়া ফরোয়ার্ড জর্জিনিয়ো।
৭৮তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির ব্যবধান দ্বিগুণ করা গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় ইতালি। নিচু দূরপাল্লার শটে ঠিকানা খুঁজে নেন ইউভেন্তুস ফরোয়ার্ড। বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।

গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার মাঠে ৪-১ গোলে হেরে যাওয়া ফিনল্যান্ড ১২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
আর্মেনিয়া ও বসনিয়ার পয়েন্ট সমান ১০ করে। তবে তৃতীয় স্থানে আছে আর্মেনিয়া।
‘ডি’ গ্রুপে নিজেদের মাঠে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডেনমার্ক। শীর্ষে থাকা রিপাবলিক অব আয়ারল্যান্ডের পয়েন্টও ১২। তিন নম্বরে থাকা সুইসদের পয়েন্ট ৮।
‘এফ’ গ্রুপে নরওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র স্পেন সাত ম্যাচ ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
মাল্টার মাঠে ৪-০ গোলে জেতা সুইডেন ১৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। গ্রুপের আরেক ম্যাচে ফারো আইল্যান্ডসের মাঠে ৩-০ গোলে জেতা রোমানিয়া ১৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা নরওয়ের এখনও বাছাই পেরিয়ে মূল পর্বে ওঠার ক্ষীণ আশা টিকে আছে।
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন