ডোপ টেস্টে ধরা খেয়ে অবসরে যুক্তরাষ্ট্রের সাঁতারু

ডোপ টেস্টে ধরা পড়ার পর অবসরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কনর ডুয়াইয়ার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2019, 09:37 AM
Updated : 12 Oct 2019, 09:37 AM

অলিম্পিকে দুইবারের চ্যাম্পিয়ন এই অ্যাথলেটের শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়ায় শনিবার তাকে বিশ মাসের জন্য নিষিদ্ধ করে দেশটির অ্যান্টি ডোপিং এজেন্সি (ইউএসএডিএ)। নিষিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অবসরের ঘোষণা দেন ডুয়াইয়ার।

তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী না জেনেই নিষিদ্ধ উপাদানটি গ্রহণ করেছেন বলে দাবি করেছেন তিনি।

গত বছরের ২১ ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও ইউএসএডিএ-এর বিবৃতিতে জানানো হয়েছে।

৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে দেশের হয়ে ২০১২ ও ২০১৬ অলিম্পিকে সোনা জেতেন ডুয়াইয়ার। ২০১৬ রিও অলিম্পিকে ২০০ মিটার একক ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছিলেন এই সাঁতারু।

২০ মাসের জন্য নিষিদ্ধ হওয়ায় আগামী বছর টোকিও অলিম্পিকে এমনিতেই অংশ নিতে পারতেন না ৩০ বছর বয়সী ডুয়াইয়ার।