ভুটানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে ফাইনালে ভারত

ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সেই সঙ্গে শিরোপা লড়াইয়ে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশেরও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2019, 08:25 PM
Updated : 11 Oct 2019, 08:25 PM

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার বয়সভিত্তিক এই প্রতিযোগিতার তৃতীয় আসরে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। একই মাঠে দিনের পরের ম্যাচে ভুটানকে ১০-১ গোলে বিধ্বস্ত করে ভারত।

তাদের এই জয়ে বাংলাদেশ ও ভারতের ফাইনাল নিশ্চিত হয়ে যায়। এর ফলে আগামী রোববার  প্রাথমিক পর্বের শেষ রাউন্ডে এই দুই দলের মুখোমুখি লড়াইটা হয়ে দাঁড়াল শুধুই নিয়মরক্ষার।

দুই ম্যাচে সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে আছে প্রথম আসরের শিরোপা জয়ী বাংলাদেশ।