স্পেন অনূর্ধ্ব-২১ দলে বার্সার বিস্ময় ফাতি

স্পেন অনূর্ধ্ব-২১ দলে ডাক পেয়েছেন বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের শুরুতেই সাড়া জাগানো আনসু ফাতি। চোটে পড়া ক্লাব সতীর্থ কার্লেস পেরেসের বিকল্প হিসেবে দলে ঢুকেছেন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2019, 02:17 PM
Updated : 11 Oct 2019, 03:33 PM

শুক্রবার এক বিবৃতিতে ফাতিকে দলে নেওয়ার কথা জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

গত মাসে স্প্যানিশ নাগরিকত্ব পাওয়ায় দেশটির হয়ে খেলার রাস্তা খুলে যায় আগামী ৩১ অক্টোবর ১৭ বছর পূর্ণ করতে যাওয়া এই ফুটবলারের। জন্মভূমি গিনি-বিসাওয়ের পাশাপাশি পর্তুগালের হয়েও খেলার সুযোগ ছিল ছয় বছর বয়সে স্বপরিবারে স্পেনে চলে আসা ফাতির।

আগামী মঙ্গলবার মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচে স্পেনের জার্সিতে অভিষেক হতে পারে লা লিগায় বার্সেলোনার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়া ফাতির।