নেপালকে হারিয়ে ফাইনালের পথে মেয়েরা

নেপালকে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। টানা দুই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে গোলাম রব্বানী ছোটনের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2019, 11:18 AM
Updated : 11 Oct 2019, 12:30 PM

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার বয়সভিত্তিক এই প্রতিযোগিতার তৃতীয় আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জিতে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল মেয়েরা।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দ্বাদশ মিনিটে সাহিদা আক্তারের গোলে এগিয়ে যাওয়ার পর ২৬তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার।

চার দলের প্রতিযোগিতায় দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। এক ম্যাচ খেলা ভারত ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে নেপালের। রোববার প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।