মিলানের নতুন কোচ স্তেফানো পিওলি

এসি মিলানের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন স্তেফানো পিওলি। সেরি আর ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফিওরেন্তিনার সাবেক এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 04:16 PM
Updated : 9 Oct 2019, 04:16 PM

চলতি মৌসুমে সেরি আয় প্রথম সাত রাউন্ডে চারটিতে হারের পর মঙ্গলবার ইতালিয়ান বংশোদ্ভূত সুইস কোচ মার্কো জামপাওলোকে ছাঁটাই করে মিলান। তার পরদিনই পিওলির সঙ্গে চুক্তির কথা জানায় ক্লাবটি।

ইতালির শীর্ষ লিগে কোচিংয়ের ভালো অভিজ্ঞতা আছে পিওলির। ২০১৪-১৫ মৌসুমে তার অধীনে লিগে তৃতীয় হওয়ার পাশাপাশি কোপা ইতালিয়ার ফাইনাল খেলে লাৎসিও। ইন্টার মিলানের ডাগ আউটেও ছিলেন ইতালির এই সাবেক ফুটবলার। সবশেষ ২০১৭ সাল থেকে ছিলেন ফিওরেন্তিনার দায়িত্বে।

এই মুহূর্তে সাত ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ত্রয়োদশ স্থানে আছে এসি মিলান।