ক্লাসিকোয় নিষিদ্ধ বার্সার দেম্বেলে

মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার উসমান দেম্বেলে। রেফারির উদ্দেশে খারাপ মন্তব্য করায় তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 03:57 PM
Updated : 9 Oct 2019, 03:57 PM

কাম্প নউয়ে গত রোববার সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৪-০ গোলে জয়ের ম্যাচের শেষ দিকে সরাসরি লাল কার্ড দেখেন দেম্বেলে। রেফারি আন্তোনিও মাতেও লাওফ তার ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন, ফরাসি ফরোয়ার্ড তাকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি খুব খারাপ’।

১২ কোটি ইউরো ট্রান্সফার ফিতে দলে যোগ দেওয়া অঁতোয়োন গ্রিজমানকে বেঞ্চে রেখে সেভিয়া ম্যাচের একাদশে দেম্বেলেকে নামিয়েছিলেন কোচ এরনেস্তো ভালভেরদে। দারুণ এক গোলে দলের জয়ে অবদান রাখেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বার্সেলোনার হয়ে আগামী ১৯ অক্টোবর এইবার ও ২৬ অক্টোবর ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে দেম্বেলেকে পাবে না বার্সেলোনা।

পাঁচটি হলুদ কার্ড পাওয়ায় এইবার ম্যাচে খেলতে পারবেন না জেরার্দ পিকেও। তবে ক্লাসিকোয় খেলতে কোনো বাধা নেই এই সেন্ট্রাল ডিফেন্ডারের।