ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন এমবাপে

২০২০ ইউরো বাছাইয়ে আইসল্যান্ড ও তুরস্ক ম্যাচের আগে আবারও ধাক্কা খেল ফ্রান্স। চোটের কারণে অধিনায়ক ও গোলরক্ষক উগো লরিসকে হারানোর পর তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকেও পাচ্ছে না দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 09:14 AM
Updated : 9 Oct 2019, 09:14 AM

পিএসজির এই তারকা খেলোয়াড়ের পরিবর্তে বরুশিয়া মনশেনগ্লাডবাখ ফরোয়ার্ড আলাসান প্লেয়ার দলে যোগ দেওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

বাড়তি স্বতর্কতার জন্য সদ্য উরুর চোট কাটিয়ে ওঠা ২০ বছর বয়সী তারকাকে ইউরো বাছাইয়ে না খেলানোর জন্য পিএসজির পক্ষ থেকে ফ্রান্স কোচ দেশমকে অনুরোধ জানানো হয়।

একই কারণে গত শনিবার লিগ ওয়ানে অঁজির বিপক্ষে ৪-০ গোলে জয় পাওয়া ম্যাচে এমবাপেকে খেলাননি পিএসজি কোচ টমাস টুখেল।

পুনর্বাসন চালিয়ে যেতে ক্লাবে ফিরবেন এমবাপে। ১৮ অক্টোবর লিগে নিসের বিপক্ষে ম্যাচে তিনি ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

ইউরো বাছাইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় আইসল্যান্ডের মাঠে খেলবে ফ্রান্স। তিন দিন পর ঘরের মাঠে গ্রুপের শীর্ষে থাকা তুরস্কের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।