আর্জেন্টিনা ম্যাচের আগে চোট জর্জর জার্মানি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2019 09:08 PM BdST Updated: 08 Oct 2019 09:08 PM BdST
আগে থেকেই দলের বাইরে আছেন বেশ কয়েক জন তারকা খেলোয়াড়। আর্জেন্টিনা ম্যাচের আগে জার্মান দলে আরেক দফা চোটের আঘাত। ছিটকে গেছেন ডিফেন্ডার জোনাথান টাহ ও মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান।
প্রীতি ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে মুখোমুখি হবে সাবেক এই দুই বিশ্ব চ্যাম্পিয়ন। আগের দিন সংবাদ সম্মেলনে জার্মানির কোচ ইওয়াখিম লুভ জানান ফরোয়ার্ড মার্কো রয়েসকে নিয়েও শঙ্কা কাটেনি।
চোটের কারণে আগে থেকেই দলের বাইরে মিডফিল্ডার টনি ক্রুস, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা, ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও মাথিয়াস গিন্টার ও ফরোয়ার্ড টিমো ভের্নার।
ঠান্ডা লাগায় আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না টাহ। মাংশপেশির চোট কাটিয়ে উঠতে পারেননি গিনদোয়ান। তবে রোববার এস্তোনিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচে ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড়কে পাওয়া যেতে পারে বলে আশা করছেন লুভ।
দলের শীর্ষ খেলোয়াড়দের হারিয়ে স্বাভাবিকভাবেই হতাশ কোচ।
“আপনাকে এর সঙ্গে মানিয়ে নিতে হবে। এমন পরিস্থিতি আমি আশা করিনি এবং চাইও না। এটা ভালো পরিস্থিতি না। দলে অনেকের না থাকার এমন ঘটনা বিরল।”
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রয়েসের ফেরার ক্ষীণ সম্ভাবনা দেখছেন কোচ।
“আমাদের অপেক্ষা করতে হবে। আজ সন্ধ্যায় সে অনুশীলন করবে, এরপর দেখা যাক আগামীকাল (বুধবার) সে খেলতে পারে কি-না।”
নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে ফ্রেইবুর্ক ডিফেন্ডার রবিন কহ ও বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জেবাস্টিয়ান রুডিকে দলে ডেকেছেন কোচ লুভ।
গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড় না থাকায় অনেকটা দ্বিতীয় সারির দলে পরিণত হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন দল নিয়ে তাই দুর্দান্ত কিছু করে দেখানোর প্রত্যাশা নেই লুভের।
“এই দলের কাছ থেকে বড় কিছুর প্রত্যাশা করাটা কঠিন। তবে দল সুসংগঠিত এবং মনোযোগী থাকবে কারণ আর্জেন্টিনা কঠিন এক প্রতিপক্ষ।”
আর্জেন্টিনা দলেও নেই গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়। আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞায় আছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। আর গত কোপা আমেরিকার পর থেকে দলের বাইরে আছেন সের্হিও আগুয়েরো ও আনহেল দি মারিয়া।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন