হকিতে ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2019 07:32 PM BdST Updated: 08 Oct 2019 07:32 PM BdST
শুরু থেকে আক্রমণাত্মক খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল ওমানকে প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে।
আগামী বছরের জুনিয়র এশিয়া কাপ ও জুনিয়র বিশ্বকাপ বাছাই সামনে রেখে ওমান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ৫-১ গোলে জিতেছে মামুনুর রশীদের দল।
তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম। চার মিনিট পর আরশাদ হোসেনের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর সোহানুর রহমান সুবজ পেনাল্টি কর্নার থেকে ও ৩৩তম মিনিটে নাইমুদ্দিনের ফিল্ড গোলে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ।

প্রথম ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে জড়তা থাকলেও ম্যাচের ফল নিয়ে খুশি মামুনুর।
“ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। আমরা আরও ভালো খেলতে পারতাম। সেটা হয়নি; কারণ প্রথম ম্যাচ ছিল বলে ওদের মধ্যে একটু জড়তা ছিল। আশা করি, পরের ম্যাচগুলোতে সবকিছু ঠিকঠাক হবে।”
আগামী বুধবার সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও