লম্বা সময়ের জন্য মাঠের বাইরে লরিস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2019 05:14 PM BdST Updated: 08 Oct 2019 05:14 PM BdST
ইউরো বাছাইপর্বে কদিন পর হতে যাওয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ফ্রান্স। কনুইয়ের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন টটেনহ্যাম হটস্পারের গোলরক্ষক উগো লরিস।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে টটেনহ্যামের ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচের শুরুর দিকে বাম হাতে মারাত্মক আঘাত পান লরিস। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অক্সিজেন লাগিয়ে স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরে পরীক্ষায় ধরা পড়ে কনুইয়ের হাড় সরে গেছে। অস্ত্রোপচারের অবশ্য দরকার নেই। আগামী বছরের আগে পুরোপুরি সুস্থ হয়ে লরিস অনুশীলনে ফিরতে পারবেন না বলে মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়।
আগামী ১১ অক্টোবর আইসল্যান্ডের মাঠে খেলবে ফ্রান্স। তিন দিন পর ঘরের মাঠে গ্রুপের শীর্ষে থাকা তুরস্কের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য কদিন আগে ঘোষণা করা দলে ছিলেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক।
গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে অধিনায়ককে হারিয়ে ভীষণ হতাশ দলটির বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম।
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?