দিবালা-হিগুয়াইনের গোলে ইন্টারকে হারিয়ে শীর্ষে ইউভেন্তুস

পাওলো দিবালার গোলে ইউভেন্তুসের দারুণ শুরুর পর ইন্টার মিলানকে পথে ফেরালেন লাউতারো মার্তিনেস। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াইয়ে শেষটায় পার্থক্য গড়ে দিলেন গনসালো হিগুয়াইন। দুই আর্জেন্টাইনের নৈপুণ্যে আন্তোনিও কোন্তের দলকে হারিয়ে সেরি আর শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 07:51 PM
Updated : 6 Oct 2019, 09:21 PM

সান সিরোয় রোববার রাতে সেরি আর ‘হাইভোল্টেজ’ ম্যাচে ২-১ গোলে জিতেছে ইউভেন্তুস। এবারের লিগে ইন্টারের এটি প্রথম হার।

মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে চলা ইন্টার যেন হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেছে। সব প্রতিযোগিতা মিলে টানা দুই ম্যাচ হারল দলটি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মাঠে মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছিল তারা।

প্রথম ছয় রাউন্ডের সবকটিতে জেতা ইন্টারের মাঠে শিরোপাধারীদের শুরুটা হয় দুর্দান্ত। মাঝমাঠ থেকে মিরালেম পিয়ানিচের বাড়ানো থ্রু বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানায় পাঠান দিবালা। ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে বল জালে জড়ায়।

অষ্টম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হন ক্রিস্তিয়ানো রোনালদো। বল পায়ে ডিফেন্ডারদের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার বুলেট গতির শট ক্রসবারে বাধা পায়।

অষ্টাদশ মিনিটে সমতাসূচক গোল পেয়ে যায় স্বাগতিকরা। ইউভেন্তুসের গোলটি খাওয়ার পেছনে অবশ্য বড় দায় মাটাইস ডি লিখটের। ডান দিক থেকে আসা ক্রস ঠেকাতে গিয়ে হাত বাড়িয়ে দেন ডাচ এই ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দারুণ শটে স্কোরলাইন ১-১ করেন আর্জেন্টাইন লাউতারো মার্তিনেস। 

প্রথমার্ধে দুই দলই আরেকটি করে সুযোগ পেয়েছিল। তবে স্কোরলাইনে পরিবর্তন আসেনি। ২৮তম মিনিটে মার্তিনেসের উঁচু শট কোনোমতে এক হাত দিয়ে ফেরান ইউভেন্তুস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ৪১তম মিনিটে অরক্ষিত রোনালদোর শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক। পরের মিনিটে রোনালদো জালে বল পাঠালে উল্লাসে ফেটে পড়ে ইউভেন্তুস; তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সামি খেদিরার ডি-বক্সে বাড়ানো বল কিছুটা এগিয়ে ধরতে গিয়ে পারেননি ইন্টার গোলরক্ষক। আলগা বল পেয়ে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন দিবালা। ৬৫তম মিনিটে ডি-বক্সে দারুণ পজিশনে বল পেয়ে শটই নিতে পারেননি ইন্টার মিলানের রোমেলু লুকাকু।

৭০তম মিনিটে রোনালদোর আরেকটি কোনাকুনি শট ঠেকিয়ে স্বাগতিকদের সমতায় রাখেন স্লোভেনিয়ার গোলরক্ষক সামির হান্দানোভিচ। ১০ মিনিট পর জয়সূচক গোলটি করেন বদলি নামা হিগুয়াইন।

রোনালদোর ডি-বক্সে বাড়ানো বল ধরে ডান দিকে পাস দেন রদ্রিগো বেন্তানকুর। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় টোকায় এক পা এগিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা হিগুয়াইন।

ইউভেন্তুসকে হারিয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান মজবুত করার সুযোগ ছিল ইন্টারের সামনে। উল্টো হেরে দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। সাত ম্যাচে দলটির পয়েন্ট ১৮।

শীর্ষে ওঠা টানা আটবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুসের পয়েন্ট ১৯।