সাউথ্যাম্পটনকে উড়িয়ে দিল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করেই চলেছেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম। জালের দেখা পেয়েছেন এনগলো কঁতে ও ম্যাসন মাউন্টও। সাউথ্যাম্পটনের বিপক্ষে চেলসিও পেয়েছে বড় জয়ের দেখা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 03:29 PM
Updated : 6 Oct 2019, 03:43 PM

প্রতিপক্ষের মাঠে রোববার ৪-১ গোলের জয় পেয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। বিরতির আগে ৩-১ গোলে এগিয়ে থাকা চেলসির শেষ গোলটি করেন মিচি বাতসুয়াই।

ম্যাচের ১৭তম মিনিটে দারুণ নৈপুণ্যে চেলসিকে এগিয়ে নেন আব্রাহাম। ক্যালাম হাডসন-ওডোইয়ের বাড়ানো বল চিপ শটে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে ঠিকানায় পাঠান ২২ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড। ছুটে গিয়ে বল ফিরিয়েছিলেন এক ডিফেন্ডার; কিন্তু ততক্ষণে বল চলে যায় গোললাইন পেরিয়ে। চলতি মৌসুমে লিগে ইংলিশ ফরোয়ার্ডের এটি অষ্টম গোল।

সাত মিনিট পর উইলিয়ানের ডি-বক্সে বাড়ানো বল ধরে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন মাউন্ট।

৩০তম মিনিটে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস। তবে সে স্বস্তি বেশিক্ষণ থাকেনি স্বাগতিকদের।

৪০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান ৩-১ করেন কঁতে। জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না গোলরক্ষকের।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে ব্যবধান আরও বাড়ান বাতসুয়াই। অফসাইডের ফাঁদ ভেঙে সতীর্থের ডি-বক্সে বাড়ানো বল ধরে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান আব্রাহামের বদলি নামা এই বেলজিয়ান স্ট্রাইকার।

আট ম্যাচে চতুর্থ জয় পাওয়া চেলসি ১৪ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। সাউথ্যাম্পটন নেমে গেছে ১৬ নম্বরে।

একই সময়ে হওয়া ম্যাচে বোর্নমাউথকে ১-০ গোলে হারানো আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তিনে।

ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি ১৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

৮ ম্যাচে শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।