পিএসজির দাপুটে জয়ে ইকার্দি-নেইমারের গোল

টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। গোল পেলেন তারকা ফরোয়ার্ড নেইমারও। পিএসজিও পেলো প্রত্যাশিত জয়। অঁজিকে উড়িয়ে লিগে শীর্ষস্থান মজবুত করেছে টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 05:26 PM
Updated : 6 Oct 2019, 09:33 AM

ঘরের মাঠে লিগ ওয়ানে শনিবার স্থানীয় সময় বিকালে ৪-০ গোলে জিতেছে পিএসজি। তাদের অন্য দুই গোলদাতা পাবলো সারাবিয়া ও ইদ্রিসা গেয়ি।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন সারাবিয়া। আন্দের এররেরার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৩৭তম মিনিটে পিএসজির ব্যবধান বাড়ানো গোলের উৎস নেইমার। তার রক্ষণচেরা পাস ডি-বক্সে পেয়ে কাটব্যাক করেন সারাবিয়া। প্রথম ছোঁয়ায় জোরালো শটে বল ঠিকানায় পাঠান ইকার্দি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে তার একমাত্র গোলে গালাতাসাইয়ের মাঠে জিতেছিল প্যারিসের ক্লাবটি।

৫৯তম মিনিটে সারাবিয়ার জোরালো ভলি গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকমতো শট নিতে পারেননি তিনি, ছোট ডি-বক্সের মুখে বল পেয়ে জালে ঠেলে দেন জুলাইয়ে এভারটন থেকে আসা সেনেগালের মিডফিল্ডার গেয়ি।

নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে স্কোরলাইনে নাম লেখান নেইমার। এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের পাস ডি-বক্সে পেয়ে গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আসরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের এটি চতুর্থ গোল।

৯ ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।