তাইওয়ানে ২ ধাপ এগিয়ে চারে সিদ্দিকুর

প্রথম দুই দিনে ধারাবাহিকভাবে ভালো করা সিদ্দিকুর রহমান তৃতীয় রাউন্ডে দারুণ খেলে চতুর্থ স্থানে উঠে এসেছেন। পারের চেয়ে মোট সাত শট কম খেলেছেন বাংলাদেশের গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 01:42 PM
Updated : 5 Oct 2019, 01:43 PM

তাইওয়ান গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শনিবার পাঁচটি বার্ডি করেন সিদ্দিকুর। বিপরীতে বোগি মারেন একটিতে। এই রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলেন তিনি।

এক জনের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে থেকে চতুর্থ ও শেষ রাউন্ড শুরু করবেন কদিন আগে প্যানাসনিক ওপেনে 'কাট'-এ বাদ পড়া এই গলফার। প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে অষ্টম স্থানে ছিলেন ৩৪ বছর বয়সী এই গলফার। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম এবং মোট তিন শট কম খেলে উঠে আসেন ষষ্ঠ স্থানে।

২০১০ সালে ব্রুনাই ওপেন জেতা সিদ্দিকুর ২০১৩ সালে ইন্ডিয়ান ওপেনে সেরা হয়ে নিজের দ্বিতীয় ও সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছিলেন। সেপ্টেম্বরের শুরুতে তাইপেতে ‘ইয়েনডের টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ'-এ যৌথভাবে ১৪তম হয়েছিলেন সিদ্দিকুর।

পারের চেয়ে মোট ৯ শট কম খেলে শীর্ষে আছেন মিগুয়েল তাবুয়েনা।