সুয়ারেসকেও পাচ্ছে না উরুগুয়ে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2019 05:29 PM BdST Updated: 04 Oct 2019 05:29 PM BdST
চোটের কারণে এদিনসন কাভানি নেই আগে থেকেই। সম্প্রতি চোট কাটিয়ে ওঠা লুইস সুয়ারেসও উরুগুয়ে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
চলতি মাসের মাঝামাঝি সময়ে পেরুর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে। এসময় সুয়ারেস বার্সেলোনাতেই থাকবেন বলে শুক্রবার এক বিবিৃতিতে জানায় তার ক্লাব বার্সেলোনা।
বাংলাদেশ সময় আগামী ১২ অক্টোবর ভোর পাঁচটায় নিজেদের মাঠে পেরুর বিপক্ষে খেলবে উরুগুয়ে। তিন দিন পর তারা স্বাগতিক পেরুর মুখোমুখি হবে।
পুরোপুরি ফিট হয়ে ওঠার লক্ষ্যে বার্সেলোনাতেই ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার।
আগামী রোববার লা লিগায় সেভিয়ার বিপক্ষে সুয়ারেস খেলবেন কি-না, এ বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
চোটের কারণে মৌসুমের শুরুর দিকে দলে ছিলেন না সুয়ারেস। গত বুধবার তার জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারায় বার্সেলোনা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে সাত ম্যাচে করেছেন পাঁচ গোল।
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- বাংলাদেশে জ্বালানি তেল বেচতে চায় রাশিয়া