‘প্রথমার্ধের খেলা আরও ভালো হতে পারত’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2019 10:16 PM BdST Updated: 03 Oct 2019 10:17 PM BdST
জয় সবসময়ই আনন্দের। তবে তৃপ্তিদায়ক নয়। ভুটানকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হারানোর পর বাংলাদেশ কোচ জেমি ডের কণ্ঠে ফুটে উঠল সেটা। প্রথমার্ধে দল আরও ভালো খেলতে পারত বলে মনে করেন এই ইংলিশ কোচ।
Related Stories
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ইয়াসিনের দুই অর্ধের দুই গোলে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম প্রীতি ম্যাচে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল দল। টানা দুই জয়ে কাতার ম্যাচের আগে আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে ডের শিষ্যরা।
আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে কাতারের বিপক্ষে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে দল। পাঁচ দিন পর খেলবে অ্যাওয়ে ম্যাচ; ভারতের বিপক্ষে।
প্রথমার্ধে খেলার ধারার বিপরীতে এগিয়ে যাওয়া বাংলাদেশ বিরতির আগে তেমন কোনো আক্রমণ শানাতে পারেনি। যেখানে প্রথম ম্যাচে ভুটানের রক্ষণে শুরু থেকে আধিপত্য করেছিল আক্রমণভাগ। ডেও তাই প্রথমার্ধ নিয়ে সন্তুষ্ট নন।
“ভুটান প্রথমার্ধে ভালো খেলেছে। দুটি সুযোগ তৈরি করেছে। আমরাও হাফ চান্স পেয়েছিলাম। আসলে ছেলেরা ক্লান্ত ছিল। তবে আমাদেরকে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে হবে। প্রথমার্ধে আমাদের খেলা আরও ভালো হতে পারত। পরের সপ্তাহে কাতারের বিপক্ষে ম্যাচ। তার আগে এই জায়গাগুলো নিয়ে কাজ করব।”

“আগের ম্যাচে আমরা ক্লিনশিট নিয়ে ফিরতে পারিনি। এ ম্যাচে পেরেছি। দল ব্যাক টু ব্যাক জয় পেলো। দ্বিতীয়ার্ধে ছেলেরা ভালো খেলেছে। কাতার ম্যাচের আগে এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে ছেলেদের খেলায় আমি খুশি, কিন্তু তৃপ্ত নই।”
দুই অর্ধে হেডে লক্ষ্যভেদ করা ডিফেন্ডার ইয়াসিন দারুণ খুশি নিজের পারফরম্যান্সে, “অনেকদিন পর গোল পেলাম। মাঝে চোট ছিল। চোট কাটিয়ে ফিরেছি। গোলও পেলাম। আশা করি পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারব।”
হারলেও ভুটান অধিনায়ক চেনচো গাইয়েলতসেন দলের দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্সের প্রশংসা করলেন।
“মাঠ আগের ম্যাচের চেয়ে ভালো ছিল। কিন্তু কিছুটা কর্দমাক্ত ছিল। দল আগের চেয়ে ভালো খেলেছে।”
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম