বার্সেলোনায় মানিয়ে নিতে সময় চাই গ্রিজমানের

বড় অঙ্কের ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দিয়ে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি অঁতোয়ান গ্রিজমান। নতুন ঠিকানায় মানিয়ে নিতে তার আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 03:41 PM
Updated : 2 Oct 2019, 03:47 PM

গ্রীষ্মের দলবদলে ১২ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আতলেতিকো মাদ্রিদ থেকে কাম্প নউয়ে পাড়ি জমানো গ্রিজমান আট ম্যাচে করেছেন তিন গোল। সতীর্থের দুই গোলে রেখেছেন অবদান।

মৌসুমের শুরু থেকেই বার্সেলোনা দলে আছে চোটের হানা। লম্বা সময় বাইরে ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও উসমান দেম্বেলে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে দলের প্রথম সাত ম্যাচের প্রতিটিতে পুরোটা সময় খেলেন গ্রিজমান। তবে সবশেষ গেতাফের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে তাকে উঠিয়ে নেন কোচ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার বাংলাদেশ সময় রাত একটায় ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গ্রিজমান বলেন, “আমার শুধু সময় দরকার। আমি ভালো বোধ করছি, তবে মাঠে আমার উন্নতি করতে হবে।”

“বল পায়ে আমি ভালো করছি। তবে কিছু সময় আমি আরও বেশি খেলায় যুক্ত থাকতে পারতাম...আমি ভিন্ন এক দর্শন নিয়ে ক্লাবটিতে এসেছি এবং ভিন্ন পজিশনে খেলছি। আমাকে শিখতে হবে, উন্নতি করতে হবে, মাঠে আমার মুভমেন্টে পরিবর্তন আনতে হবে।”