ইউভেন্তুসের দাপুটে জয়ে হিগুয়াইন-রোনালদোর গোল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2019 02:54 AM BdST Updated: 02 Oct 2019 03:51 AM BdST
গনসালো হিগুয়াইনের দারুণ গোলে ইউভেন্তুস এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো বের্নারদেস্কি। বেশ কয়েকটি সুযোগ হারানোর পর শেষ দিকে জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বায়ার লেভারকুজেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেল ইউভেন্তুস।
ইউভেন্তুস স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে জার্মানির লেভারকুজেনকে ৩-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এই গ্রুপের আরেক ম্যাচে রাশিয়ার দল লোকোমোতিভ মস্কোর মাঠে জোয়াও ফেলিক্স ও থমাসের গোলে ২-০ ব্যবধানে জিতেছে আতলেতিকো মাদ্রিদ।
সেপ্টেম্বরের মাঝামাঝি প্রথম রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের মাঠে প্রথমে দুই গোলে এগিয়ে গিয়ে ২-২ ড্র করে ফিরেছিল মাওরিসিও সাররির ইউভেন্তুস।
মঙ্গলবার রাতে ম্যাচের প্রথমার্ধে বল দথলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে ইউভেন্তুস। সপ্তদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণে এগিয়ে যায় তুরিনের ক্লাবটি।
মাঝমাঠের কাছ থেকে উড়ে আসা বল ডি-বক্সের বাইরে হেডে ক্লিয়ার করতে গিয়ে পারেননি ডিফেন্ডার ইয়োনাথান। আলগা বল দারুণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিচু শটে ঠিকানায় পাঠান হিগুয়াইন।
৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিলেন হিগুয়াইন। তবে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে আর্জেন্টাইন তারকার নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে হিগুয়াইনকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রোনালদো। এরপর সতীর্থের কাটব্যাক আলতো টোকায় বাড়ান পেনাল্টি স্পটের কাছে বের্নারদেস্কিকে। অরক্ষিত ইতালিয়ান এই উইঙ্গার বাঁ পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন।
৭৫তম মিনিটে স্কোরলাইনে নাম লেখানোর আরেকটি সুযোগ নষ্ট করেন রোনালদো। তার কোনাকুনি শট এবারও ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।
অবশেষে ৮৮তম মিনিটে সাফল্যের দেখা পান রোনালদো। বদলি নামা পাওলো দিবালার দারুণ পাস ডি-বক্সে ধরে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ঘরের মাঠে বড় জয়ের উল্লাসে মাতে ইউভেন্তুস।
চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে এটা তার প্রথম গোল। সব মিলিয়ে রেকর্ড গোলদাতার গোল হলো ১২৭টি।

‘বি’ গ্রুপে টটেনহ্যাম হটস্পারকে তাদেরই মাঠে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। আরেক ম্যাচে সার্বিয়ার দল রেড স্টার বেলগ্রেডের মাঠে ৩-১ গোলে হেরেছে গ্রিসের অলিম্পিয়াকোস।
‘সি’ গ্রুপে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়ার দিনামো জাগরেবকে। আরেক ম্যাচে ইতালির ক্লাব আতালান্তার মাঠে ২-১ গোলে জিতেছে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
-
লেভানদোভস্কির ব্যাপারে ‘বায়ার্নের হ্যাঁ’ এর আশায় বার্সা
-
যে কারণে রোনালদোকে দলে টানবে না বায়ার্ন
-
শৈশবের প্রিয় ক্লাবে এসে ক্রিস্টেনসেনের স্বপ্ন পূরণ
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’