ড্রয়ে শেষ ম্যানইউ-আর্সেনাল লড়াই
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2019 02:54 AM BdST Updated: 01 Oct 2019 03:19 AM BdST
শুরুর এলোমেলো ফুটবলের মাঝে স্কট ম্যাকটমিনের দারুণ গোলে এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে জমজমাট লড়াইয়ে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে সমতায় ফিরল আর্সেনাল। বাকি সময়ে জালের দেখা না মেলায় অমিমাংসিত রয়ে গেল ‘হাইভোল্টেজ’ ম্যাচটি।
ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ম্যাচের শুরু থেকে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে অগোছালো ফুটবলে প্রতিটা আক্রমণের শেষটা হচ্ছিল বড্ড দৃষ্টিকটু। ২৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় ইউনাইটেড। মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে দুজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে আন্দ্রেয়াস পেরেইরার নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক বার্নড লেনো।
বিরতির আগের পাঁচ মিনিটে বেশ উত্তেজনা ছড়ায়। প্রতি-আক্রমণে মার্কাস র্যাশফোর্ড একা ডি-বক্সে ঢুকে শট নিতে দেরি করে ফেলেন। দুই মিনিট পর আর্সেনালের দুটি প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া।

৫৮তম মিনিটে আর্সেনালের সমতাসূচক গোলটি ছিল ঘটনাবহুল। সতীর্থের ডি-বক্সে বাড়ানো বল ধরে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে জালে পাঠান আউবামেয়াং। অফসাইডের পতাকা উঁচিয়ে ধরেন লাইন্সম্যান। তবে ভিএআরের সাহায্যে রেফারি গোলের বাঁশি বাজালে উল্লাসে ফেটে পড়ে অতিথিরা।
পাঁচ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে পল পগবার জোরালো শট পোস্ট ঘেঁষে চলে যায়। যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেয়েছিল উলে গুনার সুলশারের দল। কিন্তু র্যাশফোর্ডের শট লেনো ঝাঁপিয়ে ঠেকালে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে ফেরে আর্সেনাল।

৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ লিগে গত ৩০ বছরে ইউনাইটেডের যা সবচেয়ে বাজে শুরু। সাত ম্যাচ শেষে পয়েন্ট দুই অঙ্কে নিতে তারা ব্যর্থ হয়েছিল ১৯৮৯-৯০ আসরে। সেবার সপ্তম রাউন্ড শেষে ত্রয়োদশ স্থানে ছিল রেড ডেভিলরা।
সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৫ পয়েন্ট কম নিয়ে তালিকার দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।
তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ১৪। আর্সেনালের সমান ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পাঁচ নম্বরে আছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
টটেনহ্যাম হটস্পার ১১ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পরের তিন স্থানে যথাক্রমে আছে চেলসি, বোর্নমাউথ ও ক্রিস্টাল প্যালেস।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা