অনুশীলনে ফিরেছেন মেসি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলের অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2019, 11:45 AM
Updated : 30 Sept 2019, 11:45 AM

চোট কাটিয়ে সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

গত মঙ্গলবার লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে কুঁচকিতে চোট পান মেসি। ওই ম্যাচের পর তার চোট গুরুতর কিছু নয় বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন কোচ এরনেস্তো ভালভেরদে।

পরে গেতাফের বিপক্ষে ম্যাচের আগে দলের সেরা তারকা কবে নাগাদ ফিরতে পারেন, তা নিয়ে নিশ্চিত নন বলে জানান কোচ। শনিবার মেসিকে ছাড়া গেতাফের মাঠে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ইন্টারের বিপক্ষে ম্যাচটিতে ৩২ বছর বয়সী এই ফুটবলারের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্য রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নেওয়া হবে না বলেও আগেই জানিয়েছিলেন কোচ।

এর আগে গত ৫ অগাস্ট নতুন মৌসুমে প্রথম অনুশীলনেই পায়ে চোট পেয়ে এক মাসের বেশি সময় বাইরে ছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ও গ্রানাদার মাঠে লিগ ম্যাচে বদলি হিসেবে খেলার পর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচেই প্রথম শুরুর একাদশে নেমেছিলেন তিনি। প্রথমার্ধে চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

ইউরোপ সেরার মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা। বুধবার বাংলাদেশ সময় রাত একটায় কাম্প নউয়ে ইন্টার ও বার্সেলোনার ম্যাচটি শুরু হবে।