কিশোরদের প্রশংসায় বাংলাদেশ কোচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2019 08:19 PM BdST Updated: 29 Sep 2019 08:19 PM BdST
টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলা বাংলাদেশের শেষটা ভালো হয়নি। ভারতের কাছে হেরে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ পিটার টার্নার। তবে শিষ্যদের খেলায় তিনি খুশি।
নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে রোববার ভারতের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। প্রতিযোগিতায় এ নিয়ে টানা দ্বিতীয়বার রানার্সআপ হলো দলটি।
৪০ মিনিটে নয় জনের দলে পরিণত হওয়ার পর রক্ষণ জমাট রেখে খেলে বাংলাদেশ। টার্নারের মতে, তখনই দল সবচেয়ে ভালো খেলেছে।
“যখন থেকে আমরা ৯ জনে পরিণত হই, তখন থেকেই দল দুর্দান্ত খেলছিল। ছেলেরা সত্যিই খুব ভালো খেলেছে। এর চেয়ে ভাল কিছু তাদের থেকে চাওয়ার ছিল না।”
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ২১তম মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড়রা হাতাহাতি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লে রেফারি ভারতের গুরকিরাত সিংকে সরাসরি লালকার্ড দেখান। বিতর্কিত দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়।
ধাক্কাধাক্কিতে জড়িত ছিলেন না হৃদয়। বরং চেষ্টা করেছেন দুই পক্ষকে শান্ত করতে। ৪০তম মিনিটে সমতা ফেরানো গোলের পর উদযাপন করতে গিয়ে জার্সি দিয়ে মুখ ঢেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ইয়াসিন আরাফাত। রেফারির সিদ্ধান্ত ও ইয়াসিনের উদযাপনের ধরণে হতাশ টার্নার।
“প্রথম লালকার্ডের সিদ্ধান্তটা আমি মনে করি সঠিক ছিল না। আর দ্বিতীয়টির ক্ষেত্রে ইয়াসিনের ওই সময় এটা করা উচিত হয়নি। তারপরও এই নয় খেলোয়াড় নিয়ে আমার আত্ববিশ্বাস ছিল চ্যাম্পিয়ন হবো। কিন্তু (শেষ দিকে) গোলটি হয়ে যাওয়ায় কিছু করার ছিল না।”
“ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়ালে আমরা আরও ভালো খেলতাম। কারণ তখন আমরা কিছু খেলোয়াড়কে বদল করে খেলাতাম।”
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম