জয়ে ফিরল চেলসি

দ্বিতীয়ার্ধের দুই গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে সহজেই হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2019, 03:58 PM
Updated : 28 Sept 2019, 04:18 PM

শনিবার ঘরের মাঠে ২-০ গোলে জেতে আগের ম্যাচে লিভারপুলের কাছে ২-১ গোলে হারা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। ইংল্যান্ডের শীর্ষ লিগে ব্রাইটনের বিপক্ষে নয় ম্যাচের সবকটিতেই জয় পেল চেলসি। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে নয় ফুটবলের কোনো লিগেই এক দলের বিপক্ষে নয়টি ম্যাচ খেলে সব হারেনি আর কোনো দল।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের দেখা পায়নি স্বাগতিকরা। চতুর্দশ মিনিটে ম্যাসন মাউন্টের ফ্রি-কিকে ট্যামি আব্রাহামের নেওয়া হেড পোস্টে লেগে ফেরে।

৫০তম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় চেলসি। ডি-বক্সে মাউন্ট ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন জর্জিনিয়ো।

গোল হজমের পর একের পর এক আক্রমণ করা ব্রাইটন ৭৩তম মিনিটে ম্যাচে সমতা ফেরাতে পারত। কর্নার থেকে পাওয়া বলে ড্যান বার্নের নেওয়া হেড ক্রসবারে লেগে বেরিয়ে যায়। তিন মিনিট পর ডান দিক থেকে উইলিয়ানের নেওয়া শট বার্নের পায়ে লেগে দিক পাল্টে নিজেদের জালে ঢুকে গেলে উল্টো আরও পিছিয়ে পড়ে অতিথিরা।

সাত ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে চেলসি। দিনের প্রথম ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারানো লিভারপুল সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।