প্রতিপক্ষের মাঠে গেরো কাটালো বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2019 09:56 PM BdST Updated: 28 Sep 2019 11:42 PM BdST
ঘরের মাঠে খেলে দাপুটে ফুটবল। কিন্তু প্রতিপক্ষের মাঠে যেন পেয়ে বসে রাজ্যের অস্বস্তি। চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগায় কোথাও মিলছিল না 'অ্যাওয়ে ম্যাচে' জয়ের দেখা। অবশেষে গেতাফেকে তাদেরই মাঠে হারিয়ে গেরো কাটালো বার্সেলোনা।
লা লিগায় শনিবার লুইস সুয়ারেস ও জুনিয়র ফিরপোর গোলে গেতাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।
চোট পেয়ে অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেছেন লিওনেল মেসি। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা বার্সেলোনা শুরুতে সংগ্রাম করে ছন্দ পেতে। এরই মধ্যে সুযোগ এসে যায় সুয়ারেসের সামনে। ষোড়শ মিনিটে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
২০তম মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল গেতাফে। এগিয়ে এসে কোনোমতে হাঁটু দিয়ে বল ঠেকিয়ে দলকে রক্ষা করেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। পরের মিনিটে সুয়ারেসের বুলেট গতির শট বার ঘেঁষে বাইরে চলে যায়।

লা লিগায় গেতাফের বিপক্ষে গোলের পর লুইস সুয়ারেসের উদযাপন। ২-০ গোলে ম্যাচ জিতে বার্সেলোনা। ছবি: রয়টার্স
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বার্সেলোনা। এমন কোনো আহামরি আক্রমণ ছিল না। তবে কার্লেস পেরেসের শট ঠিক মতো ফেরাতে না পেরে বিপদ ডেকে আনেন গেতাফে গোলরক্ষক। বাকিটা অনায়াসে সারেন জুনিয়র।

একটু রক্ষণাত্মক হয়ে পড়া বার্সেলোনা শিবিরে চাপ বাড়ায় গেতাফে। পাল্টা আক্রমণে ভীতি ছড়ায় সফরকারীরা। জমে ওঠে ম্যাচ। এর মাঝে ৮২তম মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লেমোঁ লংলে। সেভিয়ার বিপক্ষে আগামী ম্যাচে খেলা হবে না এই নির্ভরযোগ্য বার্সেলোনা ডিফেন্ডারের।
প্রতিপক্ষে একজন কম থাকার সুবিধা কাজে লাগাতে পারেনি গেতাফে। আদায় করে নিতে পারেনি গোল।
সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ১৩।
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়