শেফিল্ডের ভুলে লিভারপুলের জয়

লিভারপুলের বিপক্ষে লড়াইটা ভালোই করল শেফিল্ড ইউনাইটেড। শেষ পর্যন্ত অবশ্য নিজেদের ভুলে গোল খেয়ে বসল এক দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা দলটি। আর তাতে লিগে জয়ের ধারা ধরে রাখল ইয়ুর্গেন ক্লপের দল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2019, 01:26 PM
Updated : 28 Sept 2019, 01:42 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় দুপুরে জর্জিনিয়ো ভিনালডামের একমাত্র গোলে জিতেছে লিভারপুল।

নবাগত দলটির বিপক্ষে নিজেদের সেরা রূপে দেখা যায়নি লিভারপুলকে। তারপরও ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করা অতিথিরা বিরতির খানিক আগে পেয়েছিল সুবর্ণ সুযোগ। ডি-বক্সে বল পেয়ে রবের্তো ফিরমিনো বাড়ান বাঁদিকে অরক্ষিত সাদিও মানেকে। সেনেগালের এই ফরোয়ার্ড অবিশ্বাস্যভাবে মেরে বসেন কাছের পোস্টে। ফিরতি বল পেয়ে দ্রুত শট নিতে পারেননি ব্রাজিলের ফিরমিনো।

দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণ করে যাওয়া লিভারপুল ৭০তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায়। ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভিনালডামের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে কোনো হুমকি ছিল না; কিন্তু সোজাসুজি আসা বল ধরতে গিয়ে তালগোল পাকান গোলরক্ষক ডিন হেন্ডারসন। বল তার হাতে লেগে দুই পায়ের ফাঁক দিয়ে গোললাইন পেরিয়ে যায়।

সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল।