রদ্রিগোকে এখনই ‘চাপ’ দিতে রাজি নন জিদান

অভিষেকে দ্যুতি ছড়ানো রদ্রিগোর ওপর এখনই বেশি চাপ দিতে চাইছেন না জিনেদিন জিদান। তাই ‘মাদ্রিদ ডার্বি’-তে ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 06:36 PM
Updated : 27 Sept 2019, 06:36 PM

ওয়ান্দা মেত্রোপলিতানোয় আগামী শনিবার লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত বুধবার ওসাসুনার বিপক্ষে রিয়ালের ২-০ গোলে জেতা ম্যাচে অভিষেক হয় রদ্রিগোর। ৭১তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের বদলি নামার ৯৩ সেকেন্ডের মাথায় বল জালে পাঠান তিনি।

২০০২ সালে রিয়ালের হয়ে লা লিগায় অভিষেক ম্যাচে ৬২ সেকেন্ডে গোল করেছিলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো। ধারণা করা হয়েছিল ‘ফেনোমেনন’কে মনে করিয়ে দেওয়া রদ্রিগো নিয়মিত হবেন জিদানের দলে।

তবে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে রিয়াল কোচ জানালেন, রদ্রিগোকে নিয়ে ধীরে সুস্থে এগুনোর পরিকল্পনা তার। আর এতে রাজি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও।

“আমরা ভালোভাবেই জানি আমরা তাকে নিয়ে কি করছি। আগামীকাল সে কাস্তিয়ার হয়ে খেলবে কিন্তু এতে কোনো কিছুর পরিবর্তন হবে না।”

“সে মূল দলের খেলোয়াড় কিন্তু আমরা তাকে নিয়ে একটু ধীরে ধীরে এগুতে চাই…আগামীকাল সে কাস্তিয়ার হয়ে খেলবে এবং এ সিদ্ধান্তে সে-ও খুশি।”