ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বাংলাদেশ ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 07:57 AM
Updated : 27 Sept 2019, 01:10 PM

নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে ৪-০ গোলে জিতেছে পিটার টার্নারের দল। 

ম্যাচের ১৬তম মিনিটে সতীর্থের থ্রো-ইনে হেডে দলকে এগিয়ে নেন তানবির হোসেন। ২৭তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ঢোকা ফয়সাল আহমেদ ফাহিম কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন।

৩২তম মিনিটের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। মাঝমাঠের একটু ওপর থেকে বল নিয়ে অনেকটা এগিয়ে বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মিরাজ হোসেন।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৪-০ করেন দীপক রায়।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ভুটানের ওপর জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ। গত দুই দেখায় ভুটানের বিপক্ষে জিতেছিল দল। ২০১৫ সালের প্রথম আসরে গ্রুপ পর্বে ২-০ গোলে এবং ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ৩-০ ব্যবধানে জিতেছিল কিশোররা।

শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে এবারের প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করে ভারতের সঙ্গে।