জাপানে বাজে শুরু সিদ্দিকুরের

প্যানাসনিক ওপেনে শুরুটা ভালো হলো না সিদ্দিকুর রহমানের। প্রথম রাউন্ডে পারের চেয়ে চার শট বেশি খেলেছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2019, 07:08 PM
Updated : 27 Sept 2019, 08:05 AM

জাপানের হিগাশি হিরোনো গলফ ক্লাবে বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম দিনে মাত্র দুটি বার্ডি মারেন সিদ্দিকুর। বিপরীতে চারটি বোগি ও একটি ডাবল বোগি করেন দুটি এশিয়ান ট্যুরের শিরোপা জেতা এই গলফার।
 
পারের চেয়ে ৪ শট বেশি খেলে আরও চার জনের সঙ্গে যৌথভাবে ১১৮তম স্থানে আছেন তিনি।
 
২০১০ সালে ব্রুনাই ওপেন জেতা সিদ্দিকুর ২০১৩ সালে ইন্ডিয়ান ওপেনে সেরা হয়ে নিজের দ্বিতীয় ও সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছিলেন। এ মাসের শুরুতে তাইপেতে ‘ইয়েনডের টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ'-এ যৌথভাবে ১৪তম হয়েছিলেন সিদ্দিকুর।
 
প্রথম রাউন্ডে পারের চেয়ে ছয় শট কম খেলে শীর্ষে আছেন স্বাগতিক খেলোয়াড় তোশিনোরি মুতো।