ভুটানকে হারিয়ে ফাইনালে উঠতে আশাবাদী বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2019 09:02 PM BdST Updated: 26 Sep 2019 09:04 PM BdST
দুটি দলই একটি করে জয় ও ড্রয়ে উঠে এসেছে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে। ভুটান অবশ্য একটা দিকে কিছুটা এগিয়ে; গ্রুপ পর্বে তারা হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন নেপালকে। বাংলাদেশ কোচ পিটার টার্নার অবশ্য ওসব নিয়ে ভাবছেন না। ইতিবাচক খেলে ফাইনালের মঞ্চে উঠতে দারুণ আশাবাদী তিনি।
নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শুক্রবার বেলা সোয়া ১১টায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতার গত দুই আসরের পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে। গত দুই দেখায় ভুটানের বিপক্ষে জিতেছিল দল। ২০১৫ সালের প্রথম আসরে গ্রুপ পর্বে ২-০ গোলে এবং ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ৩-০ ব্যবধানে জিতেছিল কিশোররা। টার্নার জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী।
“আমি খুবই ইতিবাচক। গত দুই দিন আমরা ভুটান ম্যাচ নিয়ে কাজ করেছি। আশা করি, আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারব এবং ফাইনালে যেতে পারব।”
“ওভাবে নির্দিষ্ট কারো চোট নেই। আমি খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে চাই। ভুটানের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে চাই, নিখুঁত খেলতে চাই।”
শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে এবারের প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করে ভারতের সঙ্গে।
ভারত ও বাংলাদেশের পয়েন্ট, গোল পার্থক্য সমান হওয়ায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গ্রুপ সেরা নির্ধারণে ড্র হয়। সেখানে ভারত গ্রুপ সেরা ও বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম