ভিনিসিউস ও রদ্রিগোর পারফরম্যান্সে খুশি জিদান

লা লিগায় ওসাসুনার বিপক্ষে দারুণ খেলা দুই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর পারফরম্যান্সে খুশি রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2019, 11:09 AM
Updated : 26 Sept 2019, 11:09 AM

বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-০ গোলে জেতা ম্যাচে রিয়ালের হয়ে গোল দুটি করেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। বিরতির আগে টনি ক্রুসের থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দলকে এগিয়ে নেন ভিনিসিউস। ৭১তম মিনিটে ভিনিসিউসের জায়গায় বদলি নামার পরের মিনিটেই ডি-বক্সের বাইরে বল পেয়ে দারুণ দক্ষতায় ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে জড়ান রদ্রিগো।

ম্যাচের পর নিয়মিত একাদশের আট জনকে বাইরে রেখে খেলতে নামা দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন জিদান।

“আপনারা দেখলেন বের্নাবেউয়ে গোল করে তারা কতটা রোমাঞ্চিত। তারা যেভাবে বল নিয়ন্ত্রণ করল তাতে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট। আর গোল করার সময়ে রদ্রিগোর ছুটে যাওয়াটা দুর্দান্ত ছিল।”

“আমরা শীর্ষে আছি কিন্তু তা কোনো অর্থ বহন করে না। এভাবে খেলে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। যা করছি তাতে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং একই উদ্দীপনায় কাজ করে যেতে হবে।”

“একটা মৌসুম চলাকালে আপনাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু আজ রাতে (বুধবার) আমাদের খুশি হওয়া উচিত।”