‘ফেনোমেনন’ রোনালদোর পর তরুণ রদ্রিগো

‘আমি নেইমার ও রবিনিয়োর মতো খেলি’- সান্তিয়াগো বের্নাবেউয়ে এসে এমনটা বলা রদ্রিগো নতুন ঠিকানায় অভিষেকে দ্যুতি ছড়ালেন। রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ এক অর্জনে মনে করিয়ে দিলেন ‘দ্য ফেনোমেনন’ রোনালদোর কথা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2019, 09:45 PM
Updated : 25 Sept 2019, 10:10 PM

২০০২ সালে রিয়ালের হয়ে লা লিগায় অভিষেক ম্যাচে ৬২ সেকেন্ডে গোল করেছিলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো।

বের্নাবেউয়ে বুধবার রাতে ওসাসুনার বিপক্ষে রিয়ালের ২-০ গোলের জয়ে অভিষেক হয় রদ্রিগোর। ৭১তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের বদলি নামেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। আর নেমেই ৯৩ সেকেন্ডের মাথায় বল জালে পাঠান তিনি।

ডি-বক্সের বাইরে বল পেয়ে পায়ের কারিকুরিতে ডিফেন্ডারকে এড়িয়ে ভেতরে ঢুকে পড়েন রদ্রিগো। দুই খেলোয়াড়ের মাঝ পথে কোনাকুনি শটে খুঁজে নেন জাল।

ফুটবল কিংবদন্তি পেলে ও বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমারের সাবেক ক্লাব সান্তোসে বেড়ে ওঠা রদ্রিগোর। তাকে নিতে গত বছর সান্তোসের সঙ্গে সাড়ে চার কোটি ইউরোর চুক্তি করেছিল রিয়াল।

গত বছর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে দক্ষিণ আমেরিকার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা লিবার্তোদোরেসে গোল করেছিলেন রদ্রিগো। এবার রিয়ালের হয়ে অভিষেকে পেলেন গোল।