ব্রেসসিয়াকে হারিয়ে শীর্ষে ইউভেন্তুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2019 02:58 AM BdST Updated: 25 Sep 2019 03:26 AM BdST
নবাগত ব্রেসসিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসেছিল ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা ইউভেন্তুস। পরে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয়ে সেরি আর পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
সাত মৌসুম পর সেরি আয় উঠে আসা দল ব্রেসসিয়ার মাঠে মঙ্গলবার রাতে ২-১ গোলে জিতেছে তুরিনের ক্লাবটি।
ম্যাচের চতুর্থ মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে জায়গা বানিয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ব্রেসসিয়ার ইতালিয়ান ফরোয়ার্ড আলফ্রেদো দোন্নারুমা। বলের সোজাসুজিই ছিলেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি, তার হাতে লেগে বল জালে জড়ায়।
পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে শিরোপাধারীরা। অল্প সময়ের মধ্যে কয়েকটি সুযোগও তৈরি করে তারা। ২৬তম মিনিটে প্রথমার্ধে নিজেদের সেরা সুযোগটি পায় অতিথিরা। কিন্তু হুয়ান কুয়াদরাদোর ছোট ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রসে ঠিকমতো হেড করতে পারেননি গনসালো হিগুয়াইন। কাছে থাকা আলেক্স সান্দ্রোও আলগা বলে পা ছোঁয়াতে পারেননি।

প্রতিপক্ষের ভুলে ৪০তম মিনিটে সমতায় ফেরে ইউভেন্তুস। কুয়াদরাদোর কর্নারে বল ডিফেন্ডার জন চান্সেলরের মাথা ছুঁইয়ে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগ নষ্ট হয় অতিথিদের। গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন হিগুয়াইন আর ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিওর ভলি গোললাইনে প্রতিহত হয়।
প্রচণ্ড চাপ তৈরি করা ইউভেন্তুস ৬৩তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায়। মিরালেম পিয়ানিচের ফ্রি-কিক দেয়ালে লেগে ফেরার পর ফিরতি বল নিচু জোরালো শটে লক্ষ্যে পাঠান বসনিয়ার এই মিডফিল্ডারই।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে শীর্ষে ওঠা ইউভেন্তুসের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইন্টার মিলান।
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে