চেলসিকে হারিয়ে জয়ের পথেই লিভারপুল

ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দুর্দান্ত গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো ফিরমিনো। দ্বিতীয়ার্ধে একক নৈপুণ্যে এনগোলো কঁতে ব্যবধান কমালেও ছন্দে থাকা ইয়ুর্গেন ক্লপের দলকে আটকাতে পারেনি চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2019, 05:26 PM
Updated : 22 Sept 2019, 08:34 PM

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে জিতেছে লিভারপুল।

ইংলিশ ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুই মৌসুমে প্রথম ছয় রাউন্ডেই জয়ের স্বাদ পেল অল রেডরা।

পরিকল্পনার দারুণ বাস্তবায়নে ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সের খানিকটা বাইরে ফ্রি-কিক পেয়ে সরাসরি শট না নিয়ে একটু পেছনে ঠেলে দেন মোহামেদ সালাহ। আর ছুটে এসে দুর্দান্ত এক শটে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

২৭তম মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে থেকে বল জালে পাঠিয়েছিলেন সেসার আসপিলিকুয়েতা। কিন্তু আক্রমণের শুরুতে ম্যাসন মাউন্ট অফসাইডে থাকায় ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি।

জালে বল পাঠিয়েও গোল না পাওয়ার হতাশার মাঝে চেলসি শিবিরে যোগ হয় দ্বিতীয় গোল খাওয়ার ধাক্কা। ৩০তম মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিনো।

৭১তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান কমান এনগোলো কঁতে। ডান দিক থেকে আসপিলিকুয়েতার পাস ধরে ডি-বক্সে ঢুকে ঘিরে থাকা ডিফেন্ডারদের মধ্যে দিয়ে ডান পায়ের শটে পোস্ট ঘেঁষে স্কোরলাইন ২-১ করেন ফরাসি মিডফিল্ডার কঁতে।

৮০তম মিনিটে সমতায় ফিরতে পারতো চেলসি। বাঁ দিক থেকে মাউন্টের দূরের পোস্টে নেওয়া ফ্রি কিকে আলোনসোর হেড দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন লিভারপুলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আদ্রিয়ান।

সমতাসূচক গোল পেতে মরিয়া হয়ে শেষ দিকে একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি। ভালো দুটি সুযোগও তৈরি করেছিল  ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা; কিন্তু আর সাফল্য মেলেনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ হারল চেলসি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগেও ঘরের মাঠে ভালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল লন্ডনের ক্লাবটি।

ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। শনিবার ওয়াটফোর্ডকে ৮-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ১৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ১১।

রোববারের অন্য ম্যাচে ঘরের মাঠে আর্সেনাল ৩-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আর্সেনাল ও ওয়েস্ট হ্যামের পয়েন্টও সমান ১১ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে উনাই এমেরির আর্সেনাল।  

লিগে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া চেলসি জিতেছে ও ড্র করেছেও সমান দুটি করে। ৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে দলটি।