ভারত ম্যাচ নিয়ে উন্মুখ বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2019 09:55 PM BdST Updated: 22 Sep 2019 10:34 PM BdST
শ্রীলঙ্কাকে উড়িয়ে শুরুর পর সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ এবার ভারত। কোচ পিটার টার্নার জানালেন ‘বড় ম্যাচে’ মাঠে নামতে মুখিয়ে আছে তার দল।
নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে সোমবার স্থানীয় সময় বেলা ৩টায় ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্বে এটি বাংলাদেশের দ্বিতীয় ও ভারতের প্রথম ম্যাচ।
সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতার গত দুই আসরে দুইবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ২০১৫ সালে সেমি-ফাইনালে টাইব্রেকারে জিতেছিল ভারত। ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ছিল বাংলাদেশ।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। টার্নার জানালেন ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে মুখিয়ে থাকার কথা।
“নিশ্চয় এটা একটা বড় ম্যাচ। শ্রীলঙ্কা ম্যাচের পর আমরা ভালোভাবে রিকভার করেছি। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করেছি। আমাদের পরিকল্পনা আছে। প্রতিযোগিতায় আমাদের দ্বিতীয় ম্যাচ নিয়ে আমরা উন্মুখ হয়ে আছি।”
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)