ওয়েস্ট হ্যামের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের হার

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হারের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হেরেছে উলে গুনার সুলশারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2019, 03:09 PM
Updated : 22 Sept 2019, 06:26 PM

প্রতিপক্ষের মাঠে রোববার দুই অর্ধে দুটি গোল হজম করে ২-০ ব্যবধানে হারে প্রতিযোগিতাটির সফলতম দলটি।

চেলসিকে হারিয়ে লিগ শুরুর পরের তিন ম্যাচের মধ্যে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও সাউথ্যাম্পটনের সঙ্গে ড্র করেছিল ইউনাইটেড। হেরেছিল ক্রিস্টাল প্যালেসের কাছে। গত ম্যাচে লেস্টার সিটিকে হারিয়ে বাজে সময়কে পেছনে ফেলার ইঙ্গিত দেওয়ার পর আবারও পথ হারাল তারা।

ম্যাচের শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলা ওয়েস্ট হ্যাম ৪৪তম মিনিটে এগিয়ে যায়। সতীর্থের পাস পেয়ে ডি-বক্সের ভেতরে জায়গা বানিয়ে নিচু শটে ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়াকে পরাস্ত করেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো।

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। ৮৪তম মিনিটে ২০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারন ক্রেসওয়েল। লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য রইল ইউনাইটেড।

ছয় ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ইউনাইটেডের সংগ্রহ মাত্র আট পয়েন্ট।

সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হ্যামের পয়েন্ট ১১।