চলতি মৌসুমটা ‘কঠিন কাটবে’ বার্সার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2019 04:03 PM BdST Updated: 22 Sep 2019 04:05 PM BdST
লা লিগায় গ্রানাদার কাছে হারের পর চলতি মৌসুমটা বার্সেলোনার জন্য কঠিন হবে বলে মনে করেছেন দলটির ফরোয়ার্ড সুয়ারেস। ভবিষ্যতে উন্নতি করতে আত্ম-সমালোচনা করা ও ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার বলে মনে করেন অভিজ্ঞ এই ফুটবলার।
দুই অর্ধে দুই গোল খেয়ে গ্রানাদার মাঠে শনিবার রাতে ২-০ ব্যবধানে হারে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
এবারের লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে দুই হারের মুখ দেখল এরনেস্তো ভালভেরদের দল। মাঝে ওসাসুনার মাঠে ২-২ গোলে ড্র করেছিল কাতালান দলটি। ১৯৯৪-৯৫ মৌসুমের পর এই প্রথম লিগে প্রথম তিন অ্যাওয়ে ম্যাচে জয়শূন্য রইল বার্সেলোনা।
গত মৌসুম বিবেচনায় নিলে সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা সাত ম্যাচে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে ব্যর্থ হলো বার্সেলোনা। নিরপেক্ষ ভেন্যুতে হওয়া কোপা দেল রের ফাইনালকে যোগ করলে কাম্প নউয়ের বাইরে টানা আট ম্যাচে জয়শূন্য তারা। ১৯৯৪-৯৫ মৌসুমের পর এবারই লিগে প্রথম পাঁচ ম্যাচে পেয়েছে সবচেয়ে কম পয়েন্ট (৭)।
সব কিছু মিলিয়ে চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে ব্যর্থতা নিয়েই চিন্তিত সুয়ারেস।
“এটা দুশ্চিন্তায় পড়ার মতো একটা পরাজয়। আর এ ধরনের হার ব্যথিত করে। আমাদের অনেক কিছুতে নজর দিতে হবে এবং ভবিষ্যতে উন্নতি করতে নিজেদের ভুলগুলো খুঁজে বের করতে হবে।”
“আমরা গত মৌসুম নিয়ে ভাবছি না যেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখন বর্তমানকে বিশ্লেষণ করার সময়। কেন আমরা প্রতিপক্ষের মাঠে জিততে পারছি না তা পর্যালোচনা করার সময়। কারণ এটা আমাদের দুশ্চিন্তায় ফেলছে।”
“আমাদের ম্যাচ জিততেই হবে…যা আমরা করছি না। লা লিগায় এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। কিন্তু এই ধরনের ম্যাচই আপনাকে লিগ শিরোপা এনে দিতে পারে। এটা লম্বা ও জটিল একটা বছর হবে।”
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ১৯ মে ২০২২)
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর