ওয়াটফোর্ডের জালে ৮ গোল ম্যানচেস্টার সিটির

প্রথমার্ধে পাঁচ গোল করে ম্যাচে চালকের আসনে বসে যাওয়া ম্যানচেস্টার সিটি দ্বিতীয়ার্ধে করল আরও তিনটি। ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ওয়াটফোর্ডকে উড়িয়ে দিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 04:26 PM
Updated : 21 Sept 2019, 04:58 PM

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ৮-০ গোলের জয় পায় আগের ম্যাচে নরিচ সিটির কাছে হারা লিগ চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করেন বের্নার্দো সিলভা।

প্রথম মিনিটেই কেভিন ডে ব্রুইনের দারুণ এক ক্রসে খুব কাছ থেকে পাঁ ছুইয়ে দলকে প্রথম গোল এনে দেন অধিনায়ক দাভিদ সিলভা।

সপ্তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন সের্হিও আগুয়েরো। রিয়াদ মাহরেজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। চলতি মৌসুমে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি অষ্টম গোল।

পাঁচ মিনিট পর বাঁ পায়ের শটে ব্যবধান আরও বাড়ান মাহরেজ। পঞ্চদশ মিনিটে কর্নার থেকে হেডে নিজের প্রথম গোলটি করেন সিলভা। তিন মিনিট পর দলের পঞ্চম গোলটি করেন নিকোলাস ওতামেন্দি।

১৮ মিনিটে পাঁচ গোল করে দারুণ কীর্তি গড়ে সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে এর চেয়ে কম সময়ে ৫-০ গোলে এগিয়ে যেতে পারেনি আর কোনো দলই।

৪৮তম মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সিলভা। ১২ মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন এর আগে প্রিমিয়ার লিগে কোনো ম্যাচেই একটির বেশি গোল করতে না পারা পর্তুগিজ এই মিডফিল্ডার।

৬৫তম মিনিটে মাহরেজের শট ফের ক্রসবারে লেগে। শেষ দিকে ডে ব্রুইনের গোলে বিশাল জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গুয়ার্দিওলার দল। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।
 
দিনের আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারায় লেস্টার সিটি। ছয় ম্যাচে ৮ পয়েন্ট টটেনহ্যামের। ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লেস্টার।