কোলনকে উড়িয়ে জয়ে ফিরল বায়ার্ন

বুন্ডেসলিগায় কোলনকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে টানা অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে মৌসুম শুরু করা বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 03:35 PM
Updated : 21 Sept 2019, 03:35 PM

নিজেদের মাঠে শনিবার ৪-০ গোলে জেতে আগের ম্যাচে লাইপজিগের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা নিকো কোভাচের দল। জোড়া গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি।

তৃতীয় মিনিটে জসুয়া কিমিচের বাড়ানো থ্রু বল ধরে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লেভানদোভস্কি। চতুর্দশ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর শট ফিরে বাঁ দিকের পোস্টে লেগে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। চলতি আসরে পোলিশ ফরোয়ার্ডের গোল হলো নয়টি।

৫৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোলনের ডিফেন্ডার কিংসলে। তিন মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান কৌতিনিয়ো। এবারের গ্রীষ্মের দল-বদলেই বার্সেলোনা থেকে ধারে আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বায়ার্নের হয়ে এটি প্রথম গোল। 

৭৩তম মিনিটে বাঁ বায়ের কোনাকুনি শটে দলের চতুর্থ গোলটি করেন ইভান পেরিসিচ।

লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে বায়ার্নের সংগ্রহ ১১ পয়েন্ট।