ফিফা র‌্যাঙ্কিংয়ে পেছাল ব্রাজিল, অপরিবর্তিত আর্জেন্টিনা

ফিফা র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ব্রাজিলের। এক ধাপ পিছিয়ে এখন তিন নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের মতোই আর্জেন্টিনা আছে দশ নম্বরে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2019, 04:49 PM
Updated : 20 Sept 2019, 04:49 PM

বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ঢোকেনি নতুন কোনো দেশ। ১ হাজার ৭৫২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। ১ হাজার ৭২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিলকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ছয় পয়েন্ট কম ব্রাজিলের।

এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। এক ধাপ পিছিয়ে ছয়ে নেমেছে উরুগুয়ে। সেরা দশে সবচেয়ে বড় উন্নতি স্পেনের, দুই ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে তারা। এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে আট ও নয়ে আছে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া।

৯১৪ পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ পিছিয়ে ১৮৭ নম্বরে আছে বাংলাদেশ।